Print Date & Time : 10 May 2025 Saturday 11:33 pm

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিকে ফাঁসাতে গিয়ে সজল হোসেন (২২) নামের এক যুবক র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজল পার্শবর্তী বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের সুমন হোসেনের সাথে প্রতিবেশী সজল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র‌্যাবের একটি অভিযানিক দল সজলকে আটক করে। উদ্ধার করে ১ টি দেশীয় ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল বিষয়টি স্বীকার করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//