ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে অস্ত্র গুলিসহ আবু সাঈদ (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ একই উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, হরিণাকুন্ডু এলাকার সন্ত্রাসী আবু সাঈদ পার্বতীপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। সেসময় পার্বতীপুর বাজার থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদের নামে থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//

Discussion about this post