ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার রাতে সদর উপজেলার শুড়াগ্রামে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়ী করা হয়।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রæপের মধ্যে উত্তেজনা শুরু হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের অন্তত ৬ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ফেব্রুয়ারি ২০২৩

Discussion about this post