Print Date & Time : 7 July 2025 Monday 8:23 am

ঝিনাইদহে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস স্মরণে বিএনপি’র মৌন মিছিল

আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ঝিনাইদহে মৌন মিছিল করেছে বিএনপি।

বুধবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এ মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বের হয়ে শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ তাদের বাধাঁ দেয়।

পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


সেসময় বক্তারা, সরকার গুম, খুন, হামলা, মামলা করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে অভিযোগ করে বলেন দ্রুতই এ দেশের মানুষের আন্দোলনের মুখে এ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ আগষ্ট ২০২৩