“মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা মহিলা সংস্থা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জোয়ারদার সাজেদুর রহমান ফেটু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, এন এম শাহজালাল, উই’র সভাপতি শরিফা খানম, তরুন দলের সদস্য রীতা সরকার, নারী সমাজের প্রতিনিধি হামিদা খাতুন, সমাজ ক্যান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের জিয়াউর রহমান, এইড ফউন্ডেশনের হায়দার আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে কাজ করার আহবান করেন। সেই সাথে মানবাধিকার আইন সঠিক বাস্তবায়নেরও দাবি জানান।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য

Discussion about this post