ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে পোড়াহাটি ইউনিয়নের পূনরায় নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে বিসিক প্রাঙ্গণে এ সংবর্ধণা প্রদান করা হয়।বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। বিশেষ অতিথি ছিলেন, বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, শিল্প নগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সহ-সভাপতি টিপু সুলতান, সহ-সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল হাসান দুলাল।
দৈনিক দেশততথ্য//এল//