ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ইলেকট্রিশিয়ানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ড্রিসেন্ট ইলেকট্রো লিমিটেডের সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে হাটগোপালপুর বাজারের মন্ডল ট্রেডার্স। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএস টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিসেন্ট ইলেকট্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই পলাশুর রহমান, এএস আই এন্তাজ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন হাটগোপালপুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মেসার্স মন্ডল ট্রেডার্সের সত্বাধাকালী মনির মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ব্যবসায়ী সোহরাব মন্ডল, এনামুল হক, বিদ্যুৎ হোসেন প্রমুখ। কর্মশালা বিভিন্ন এলাকার ৬০ জন ইলেকট্রিশিয়ান অংশ নেয়। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Print Date & Time : 29 July 2025 Tuesday 11:36 am