Print Date & Time : 22 April 2025 Tuesday 10:10 pm

ঝিনাইদহে ঈদুল আযহা উপলক্ষে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে শহরের শিশু একাডেমী চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব আলী, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর আরেফিন কাইছারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ঈদুল আযহার আগের দিন পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪২ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারের মাছে কমদামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি পরিবার ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল ও ১৪০ টাকায় ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন ২০২৩