ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মরহুমা শেখ রাজিয়া নাসের এর প্রথম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার মধুপুর ও আংশিক ভূপতিপুর মাদ্রাসা মাঠে মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হীরণ এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী, এতিমখানার এতিম শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ অংশ নেয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে এতিম শিশুসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Discussion about this post