কন্দাল জাতীয় ফসল উন্নয়নে ঝিনাইদহের কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা প্রশিক্ষণ কেন্দে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ প্রদাণ করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদে কৃষকের নানা পরামর্শ প্রদাণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ এপ্রিল ২০২৩

Discussion about this post