Print Date & Time : 11 September 2025 Thursday 4:16 pm

ঝিনাইদহে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি- ‘মুজিববর্ষের মুলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে ঝিনাইদহে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সমাবেশের আয়োজন করে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে পুলিশের পরিদর্শক বজলুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, শ্রমিক নেতা ওয়ালিউর রহমান, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী টিপু সুলতান। অনুষ্ঠানে সদর ও শৈলকুপা উপজেলা থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্য, চালক, হেলপারসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, ঝিনাইদহের বিভিন্ন মহাসড়কে মাদক-চোরাচালান, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধসহ শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।