Print Date & Time : 10 May 2025 Saturday 9:04 pm

ঝিনাইদহে কাউন্সির’র অফিস উদ্বোধন

ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিল’র অফিস ফিতা কেটে উদ্ধোধন করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা।

গতকাল শনিবার রাত ৮ টার সময় ঝিনাইদহ শহরের এইচ এসএস সড়কের মর্ডান মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়।

নবনির্বাচিত কাউন্সিল’র লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি’র) ওসি মো শাহীন উদ্দিন, সদর ফাড়ির ওসি মোঃ কামরুজ্জামান, ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিল’র আবু বক্কর, ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম, আনোয়ারুজ্জামান আজাদ, পান্না মিয়া, রিপন জোয়ারদার। সেসময় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানটি পরিচালনা করেন, ঝিনাইদহ স্বাধীনতা পরিষদের উপজেলা সভাপতি খানজাহান আলী। আনুষ্ঠান শেষে নবনির্বাচিত কাউন্সিল’র লিয়াকত হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//