Print Date & Time : 1 July 2025 Tuesday 11:44 pm

ঝিনাইদহে কৃষককের পায়ের রগ কর্তন

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চান্দো গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে খোকন শিকদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার বিকেলে ওই গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

আহত খোকন শিকদারের ভাই তিতু শিকদার বলেন, বুধবার বিকেলে তার ভাই খোকন বাড়ির পাশের বিলে গরু চরাচ্ছিলো। সেসময় একই গ্রামের হাফিজুরের নেতৃত্বে আক্তারুল, ইমরুল, আনোয়ার, রবিউল, ইমামুল, কাশেমসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছে তার পরিবার।

তিতু শিকদার বলেন, যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে তারা বিএনপির সক্রিয় ক্যাডার। তার ভাগ্নে পার্শবর্তী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চেয়ারম্যানের উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২