Print Date & Time : 27 July 2025 Sunday 10:00 pm

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে ৭০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সার ও বীজ বিতরণ করা হয়।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, মীর রাকিবুল ইসলাম, ফুরসন্দি ইউপি চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসের কর্মকর্তারা জানায়, চলতি রবি মৌসুমে মসুরের ডাউল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ ও ১৫ কেজি করে  রাসায়নিক সার প্রদাণ করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর ২০২৩