Print Date & Time : 21 August 2025 Thursday 7:40 am

ঝিনাইদহে কৃষক দলের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: শেরপুরের নলিতাবাড়ী ও রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে কৃষক দলের জেলা কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুর রহমান বাবলুসহ অন্যান্যরা।

দৈনিক দেশতথ্য//এল//