Print Date & Time : 22 April 2025 Tuesday 4:00 am

ঝিনাইদহে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে জোহান পরিবারের পক্ষ থেকে প্রায় তিন হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস, জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট’র ব্যাবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন ও জোহান এগ্রো ফুডের পরিচালক মোস্তাফিজুর রহমান, জোহানসহ জোহান পরিবারের সদস্যরা।

এসময় আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানে প্রতিবছর জোহান পরিবারের পক্ষ থেকে মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আমরা চেষ্টা করি সমাজের নি¤œ আয়ের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। এজন্য এবারও খাদ্যসামগ্রী প্রদাণ করা হয়েছে। এবার সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষগুলো।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩১ মার্চ ২০২৩