Print Date & Time : 11 May 2025 Sunday 12:41 pm

ঝিনাইদহে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি

ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২২ জুন) সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টটর খান মোঃ আব্দুল্লা আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আরত্তি দত্ত, নতুন হাটখোলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারের মাছে কমদামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি প্রতিবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন, ৫৫ টাকায় ১ কেজি চিনি ও ১৩০ টাকায় ২ কেজি মসুরের ডাল পাবেন।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//