Print Date & Time : 26 July 2025 Saturday 2:44 am

ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি: বৈষম্যহীন কর্মক্ষেত্র গড়ার প্রত্যয় নিয়ে রোববার সকালে ঝিনাইদহে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়।

এ উপলক্ষে রোববার সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ।

বক্তব্য রাখেন আইডিইবি ঝিনাইদহ জেলা সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মুন্সি আবু সাইদ, কাউন্সিলর  কুমার বিশ্বাস, শরিফুল ইসলাম ও সাব্বির আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যহীনতা দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করতে হবে।

এহ/10/11/24/ দেশ তথ্য