Print Date & Time : 24 August 2025 Sunday 2:10 am

ঝিনাইদহে গাছের চারা রোপন

ঝিনাইদহ প্রতিনিধি- পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে ২’শ গাছের চারা রোপন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা দোবিলা গ্রামের শিশু মার্কেট থেকে গাইঘাটা নামক স্থান পর্যন্ত ও ধোপাবিলা চৌরাস্তা থেকে রামচন্দ্রপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন পরিবেশবিদ ফারুক হোসেন।

ব্যক্তিঅর্থায়নে সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপনের অংশ হিসেবে তিনি এ গাছের চারা রোপন করেন।

ফারুক হোসেন বলেন, জলবায়ু বিবর্তনের কারণে পৃথিবী দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করছে কিন্তু গাছ লাগাচ্ছে না। যে কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। আমার সাধ্যমত আমি চেষ্টা করছি পরিবেশের এই ভারসাম্য রক্ষার জন্য। তাই সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করছি। এর আগেও বজ্রপাত প্রতিরোধে তাল চারা রোপন করেছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান তারা যেন গাছের চারা রোপন করেন।