Print Date & Time : 21 April 2025 Monday 11:17 am

ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, জাহাঙ্গীর হোসাইন, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, জাতির জনকের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার আদর্শকে বুকে লালন করে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।