ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ ইফতারের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। ইফতারের পুর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির জেলা শাখার আহ্বায়ক রাশেদ মাজমাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক ফিরোজ কবীর, শহিদ বিশ্বাস, বাচ্চু মন্ডল, কবীর উদ্দীনসহ অন্যান্যরা। এছাড়াও জাপা নেতা এনামুল হক সিদ্দিকসহ সকল উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার হয়। দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post