Print Date & Time : 24 August 2025 Sunday 7:10 am

ঝিনাইদহে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩৫০ টি কম্বল হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, আশা’র ডিক্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান, সদর অঞ্চরের রিজিওনাল ম্যানেজার জানবার হোসেনসহ অন্যান্যরা। আশা’র কর্মকর্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।