Print Date & Time : 20 April 2025 Sunday 12:18 pm

ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অধর্-নমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহযোগীয় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বি//দৈনিক দেশতথ্য//৪ নভেম্বর, ২০২২//