Print Date & Time : 10 May 2025 Saturday 2:09 pm

ঝিনাইদহে টিসিবির পণ্য বিতরণ শুরু

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। সেমময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টিসিবির কার্ডধারীরা ২২০ টাকা দরে ২ লিটার সয়াবিন, ১৩০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।

জেলার ৬ উপজেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে মাসব্যাপী ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জনকে কার্ডের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//