Print Date & Time : 20 April 2025 Sunday 8:18 pm

ঝিনাইদহে টেপটেনিস ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বেড়াদী গ্রামে টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী শহীদ মমিন স্মৃতি সংঘের ১১ তম প্রতিষ্ঠা উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন উপজেলার ৮ টি ক্রিকেট টুর্নামেন্ট। দিনভর টান টান উত্তেজনাপুর্ণ খেলা থেকে ফাইনালে মুখোমুখি হয় হামদহ বাবু ক্রিকেট একাদশ ও সাগর ক্রিকেট একাদশ। সাগর ক্রিকেট টিম টসে জিতে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান করে। অপর দিকে হামদহ বাবু টিম ১ ওভার হাতে রেখে ২ উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বেশি রান করেন সাকিল হাসান।

খেলা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।  শহীদ মমিন স্মৃতি সংঘ ক্লাব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও নির্বাচী পরিচালক সামসুল আলম, জোহান পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//