Print Date & Time : 10 May 2025 Saturday 11:21 pm

ঝিনাইদহে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সদর উপজেলা ভুমি অফিস সেরা

উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঝিনাইদহ সদর ভুমি অফিস সেরা ডিজিটাল সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে ঝিনাইদহ পুরাতর ডিসি র্কোট চত্ত্বরে ২ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়।

সেখানে জেলা ও সদর উপজেলার সকল সরকারী দপ্তরের অফিস মেলায় স্টল প্রদর্শন করে। সেবার মান ভালো হওয়ায় উপজেলা পর্যায়ে সকল অফিসকে পিছনে ফেলে প্যাভিলিয়ন-২ সদর ভুমি অফিস সেরা খেতাবে ভুষিত হয়। সেরা ডিজিটাল সেবা দানকারী প্রতিষ্ঠান হওয়ায় জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার গ্রহন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমি। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ।