Print Date & Time : 27 July 2025 Sunday 9:05 pm

ঝিনাইদহে ঢিলেঢালা হরতাল, সমর্থনে বিএনপি’র মিছিল

সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি। 

রোববার সকালে জেলা বিএনপি’র পক্ষ থেকে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ^াসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। সকাল থেকে স্থানীয় ও দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প দুরত্বে ইজিবাইক ও সিএনজি চলাচল করছে মানুষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারনের।  সকাল থেকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকান খুলতে দেখা গেছে। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ অক্টোবর ২০২৩