Print Date & Time : 15 May 2025 Thursday 9:33 pm

ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অ ল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

২৯ জানুয়ারি দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যড আব্দুর রশিদ।বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড শারমিন আক্তার সুমি, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুলাহ আল নোমানসহ অন্যন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি স¤প্রসারণ অফিসার জনাইদ হাবীব। র‍্যালি ও আলোচনা সভা শেষে ফিতা কেটে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় ১০ টি স্টল স্থান পায়।

র‍্যালি ও আলোচনা সভা শেষে ফিতা কেটে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় ১০ টি স্টল স্থান পায়।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,৩০ জানুয়ারি ২০২৩