Print Date & Time : 11 May 2025 Sunday 11:56 pm

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় সোহাগ ও সাব্বির নামে দুই যুবক গুরুতর আহত হন। নিহত জীবন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে ও আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী ও মেয়র সহিদুজ্জামান সেলিম পক্ষের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে মেয়র গ্রুপের দুই কর্মী নিহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, চৌগাছা বাসষ্ট্যান্ডের নতুন হাট কাঁচা বাজারটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলীর সমর্থক শ্রমিকলীগের আশরাফুল, আমিরুল, সোহাগ ও মিঠু নিয়ন্ত্রন করতো। নতুন বছরে মালিকানা পরিবর্তন হয়ে নতুন একজন হাটের ইজারা পায়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কোটচাঁদপুর পৌরসভার মেয়র গ্রুপের ডন ও হাসানের সমর্থকরা সেখানে টোল আদায় করতে যায়। বাজারে জাতীয় পরিবহন শ্রমিক লীগের অফিসেই ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষা করছিল প্রতিপক্ষ গ্রুপ। ডন ও হাসানের সমর্থকরা বাজারে ঢুকে টোল আদায় করার সময় প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৬ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করে। অন্যদের যশোর রেফার্ড করা হয়। যশোরে যাওয়ার পথে আক্তার মারা যায়।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে বাজারের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

দৈনিক দেশতথ্য//এল//