Print Date & Time : 6 May 2025 Tuesday 7:01 am

ঝিনাইদহে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মো: ইব্রাহিম খলিল রাজা, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবিসহ অন্যান্যরা। এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনাকালে চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।