ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের আরাপপুর উকিলপাড়া আরাপপুর প্রি-ক্যাডেট একাডেমী চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন এলাইভ’র পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সমাজ সেবক ফজলুর রহমান খুররম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার।
এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদ জানান, এলাইভ ও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তির সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চাউল, আলু, ডাউল, সেমাই, চিনি দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post