ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে জেলায় ফাইজারের টিকাদান কর্মসূচী চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচি চলছে।
শনিবার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ঘোড়শাল পার্শ্ববতী ফুরসন্দি ইউনিয়নের ৭ম থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়। দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের।
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির জানান, শনিবার সদর উপজেলার দোগাছী ও নলডাঙ্গা ইউনিয়নে ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলমান থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//