চুয়াডাঙ্গা এলাকার একটা মেয়েকে নিযে় এসে অনুমান চার-পাঁচ জন লোক ধর্ষণ পূর্বক হত্যা করে এবং মেযে়টার সাথে থাকা সাত বছরের কন্যা সন্তানকে নবগঙ্গা নদীর ধারে হত্যা করে।
যার প্রেক্ষিতে ঝিনাইদহ থানার একটি মামলা হয় যার নং-২০, তারিখ-২১/০৯/২০০২ খ্রিঃ। এই ঘটনায় আসামী ১) ঝন্টু, পিতা মৃত আফিল বিশ্বাস, ২) রফিক পিতা-মৃত তক্কেল আলী, উভয় সাং-চাঁদপুর, থানা ও জেলা ঝিনাইদহদ্বয়কে বিজ্ঞ আদালত ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানাসহ অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ঝিনাইদহ থানার এসআই/মোঃ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বর্ণিত আসামীদ্বয় বিদেশ হইতে গোপনে বাড়ীতে আসে আত্মগোপনে রহিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, ঝিনাইদহ সদর থানা স্যারের নেতৃত্বে এসআই/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত আসামিদ্বয়কে ইংরেজি ২৪/১১/২০২৩ খ্রিঃ তারিখ ভোরবেলা ডাকবাংলা বকসিপুর ও চাদঁপুর এলাকায় আলাদা আলাদাভাবে ব্যাপক অভিযান পরিচালনা করে ধৃত করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ নভেম্বর ২০২৩