Print Date & Time : 2 July 2025 Wednesday 2:35 am

ঝিনাইদহে নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী প্রযোজনা কেন্দ্রীক নাট্য কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পোড়াহাটি এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন এস এ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, বিশিষ্ট নাট্যকর মনোয়ার হোসেন মনি, অভিনেতা আব্দুল আজিজ, নাট্য নির্মাতা ও মুখ্য প্রশিক্ষক আব্দুস শহিদ মিঠু, সহযোগী প্রশিক্ষক  মুঃ হান্নান, প্রভাষক সাইফুল ইসলাম, নাট্যকর আব্দুস সামাদ শফি, অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য জামান হোসেন, সালিমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় অংকুর নাট্য একাডেমীর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ বিভিন্ন এলাকার ৫০ জন নাট্যকর্মী অংশ নেয়। এতে প্রশিক্ষণ প্রদাণ করেন নাট্য নির্মাতা ও প্রশিক্ষক আব্দুস শহিদ মিঠু ও মুঃ হান্নান। শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//