ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক রাশেদ মাজমাদার। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুজ্জামন বাচ্চু, করিব উদ্দিন, ফিরোজ কবির, কালীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক এনামুল হক সিদ্দিক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। বক্তারা, গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Discussion about this post