ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহসহ সারা দেশব্যাপী ধর্ষন ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাবাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, এইড’র উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খ.আশাফুন্নাহার আশা, ডাস’র প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবীবুর রহমানসহ অন্যান্যরা। ঘন্টাবাপী চলা কর্মসূচীতে বক্তারা ধর্ষনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Print Date & Time : 25 August 2025 Monday 7:05 am