Print Date & Time : 27 August 2025 Wednesday 7:49 am

ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ

ঝিনাইদহ প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প।
মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বর্দি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জে এম দাউদ হোসেন, ঝর্ণা বিশ্বাস, সহকারী শিক্ষক মামুনুর রশীদ, এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প’র প্রকল্প কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ। বক্তারা, নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সকলকে কাজ করার আহ্বান জানান।

দৈনিক দেশতথ্য//এল//