Print Date & Time : 24 August 2025 Sunday 4:42 am

ঝিনাইদহে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না থামব না’ এ শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্দ্যেগে রোববার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ঝিনাইদহ ও নারীপক্ষ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদস্য শরিফা খাতুন, এন.এম শাহজালাল, হাফিজুর রহমান, ডাঃ রেজা সেকেন্দার, লামিয়া, রিতা সরকার, এ্যানিসহ অন্যান্যারা। এসময় বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানান। এসব বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।