Print Date & Time : 30 July 2025 Wednesday 12:37 pm

ঝিনাইদহে পরিত্যাক্ত উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদরে পরিত্যাক্ত স্থান উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করেছে যৌথবাহিনী।

সোমবার বিকেলে সদরের কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহগনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায়। এর আগে সোমবার ভোর থেকে এলাকাটি কর্ডন করে রাখে যৌথবাহিনীর সদস্যরা।

অভিযানে নেতৃত্বদানকারী মেজর আকিদুর রহমান রুসাদ বলেন, আমরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের জনৈক সিরাজুল ইসলামের একটি মেহগনি বাগানের ভিতর বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। এর পর থেকে আমরা ওই এলাকাটি ঘিরে রাখি।

পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের একপাশের একটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থা একটি তাজা ‘আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ উদ্ধার করে এবং সেটিকে ধ্বংস করে। তবে কারা সেখানে রেখেছে এ বিষয়ে তিনি কিছুই বলেননি।