Print Date & Time : 6 July 2025 Sunday 7:58 am

ঝিনাইদহে পাটক্ষেত থেকে অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার আড়–য়াকান্দী গ্রামের মাঠের পাটক্ষেত থেকে এক ব্যক্তির গলাকাটা অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আড়–য়াকান্দি গ্রামের জনৈক রবি মিয়ার পাটক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, আড়–য়াকান্দী গ্রামের মাঠে অজ্ঞাত ব্যক্তির গলা কাটা লাশ পড়ে আছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুলাই ২০২৩