ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সহ-সভাপতি ফিরোজ সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক রেজওয়ানুল হক রিপন, আরাফাত আব্দুল্লাহ এপি, সদর থানা শাখার সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে শহরের পায়রা চত্বরে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। সেই সাথে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ জুলাই ২০২৩

Discussion about this post