Print Date & Time : 23 August 2025 Saturday 12:54 am

ঝিনাইদহে পুলিশের সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের আয়োজনে বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রবি শংকর নাগ’র সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইমাজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এ এস আই এন্তাজ আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে আরো বলেন এই কুচক্রী মহলকে নিয়ন্ত্রণে ও সকল প্রকার অপরাধ দমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ-জনতা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।