ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যাক্তিদের ভাতা বৃদ্ধি ও ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় সংগঠন সমূহের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমন পারভেজ, সোহান শেখ, রাশিদুল ইসলামসহ অন্যান্যরা। কর্মসূচী থেকে আসন্ন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়নসহ ৬ দফা দাবি জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post