Print Date & Time : 10 May 2025 Saturday 11:56 pm

ঝিনাইদহে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
জানা যায়, ধানহাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম ২০২১ সালে একই গ্রামের মতলেব খাঁর ছেলে দুলু খাঁ’র কাছ থেকে আর এস ৭৬ নম্বর খতিয়ানের ৩২৬ সাবেক ও ২৮৪ হাল দাগের ৯৮ শতক জমির মধ্যে থেকে ১৭ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর দেশে ফিরে ওই জমিতে বাড়ি করতে যান তিনি। গত শুক্রবার জমিতে সীমানা প্রাচীর দেওয়ার সময় ওই এলাকার মহিউদ্দিন, রোকন, খায়ের জমিতে তাদের ভাগ আছে দাবী করে নির্মাণে বাঁধা দেয়। এ ঘটনার পর তার নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। জমির মালিক কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম তাদের বাঁধা দিলে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে।
আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি দুলু খাঁ’র কাছ থেকে জমি কিনেছি। কিন্তু ওরা জমিতে কোন কিছু করতে দিচ্ছে না। তাদের কোন কাগজপত্র নেই। তবুও তারা জোরপুর্বক এ কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেচারা আনোয়ারুল কুয়েত থেকে এসে জমি কিনে বাড়ি করছে কিন্তু ওরা জমিতে আসতে দিচ্ছে না। এর আগে পাশের একজনের জমিতেও তারা একই ধরনের কাজ করেছে। তারা থানা পুলিশ মানছে না।
এ ব্যাপারে অভিযুক্ত খায়ের খাঁ বলেন, জমি নিয়ে মামলা আছে। প্রাচীর ভাঙ্গার সাথে আমরা জড়িত না।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//