Print Date & Time : 7 July 2025 Monday 4:51 am

ঝিনাইদহে প্রস্তাবিত পৌর কলেজের স্থানে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রস্তাবিত স্থানে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী।

বুধবার সকালে পৌরসভা ঘোরও করে বিক্ষোভ করে পৌরসভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা।

সেসময় তারা বলেন, শহরের বিশ্বরোড সংলগ্ন কলাহাটের পাশে পৌর মডেল স্কুল এন্ড কলেজ নির্মানের জন্য জায়গায় ক্রয় করা হলেও সেখানে সুইপার কলোনী করার সিদ্ধান্ত গ্রহন করে পৌর কর্তৃপক্ষ। এতে স্থানীয় বানিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘেরাও বিক্ষোভ শেষে পৌরসভার মেয়র কায়ূম শাহরিয়ার জাহেদী হিজলের নিকট সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজলকে ফোন করা হলে তার সহকারী রিসিভ করে বলেন, স্যার ব্যস্ত আছে আপনার সাথে পরে কথা বলবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ আগষ্ট ২০২৩