Print Date & Time : 22 August 2025 Friday 6:49 am

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রাম থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১ টার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহা’র ছেলে জসিম উদ্দিন।

ঝিনাইদহ সদর থানার এস আই রিফাত হোসেন জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় হাতে নাতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২