Print Date & Time : 17 July 2025 Thursday 11:35 am

ঝিনাইদহে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে এ কর্মসূচীর আয়োজন করে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। শুরুতে সকালে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, তিতু শিকদার, দলিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুস্তাকিম মনির প্রমুখ। শেষে ওই এলাকার ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।