Print Date & Time : 10 May 2025 Saturday 2:33 am

ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- আমদানী নির্ভরতা কমিয়ে দেশের মাটিতেই মসলাজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী গ্রামের মাঠে এ মাঠ দিবস আয়োজন করে সদর উপজেলা  কৃষি অফিস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অ লের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

 বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার,  সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবীব, সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মফিজ উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আব্দুর রহিম বাদশা তার ২০ শতক জমিতে বারি-১ জাতের রসুন আবাদ করে। তিনি ২০ শতক জমিতে ২০ মন রসুনের ফলন পেয়েছেন। অন্যান্য বছর যে জমিতে তিনি পেতেন ৮ থেকে ১০ মন।

মাঠ দিবস থেকে কৃষি কর্মকর্তারা জানায়, বিদেশে থেকে আমদানী নির্ভরতা কমাতে মন্ত্রনালয় বারি-১ রসুন উদ্ভাবন করেছে।  এই জাতটি স্থানীয় জাতের চেয়েও এর গুণগত মান অনেক বেশি। সহজে পচে না। প্রতিটি রসুন ৪০-৫০ মধ্যে হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৪