Print Date & Time : 23 April 2025 Wednesday 9:12 pm

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৪ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা,  সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ^াস, কৃষকদল নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, হরিণাকুন্ডুর হাসান মাস্টার, মহেশপুরের মেহেদি হাসান রনি, কালীগঞ্জের আব্দুল হামিদ। বক্তারা, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্য’ আওয়ামী লীগকে দায়ী করে এর প্রতিবাদ জানান। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে। একই সাথে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৪ মে-২০২২//