Print Date & Time : 21 July 2025 Monday 9:24 am

ঝিনাইদহে বিএনপি’র সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ঝিনাইদহে জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

এতে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রপাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপি’র আহবায়ক এসএম মসিয়ূর রহমান, সদস্য সচিব এমএ মজিদসহ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, আগামী ২৮ মে জেলা বিএনপি’র সম্মেলন সফল করতে সকলকে আহবান জানান। সেই সাথে খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের হাতে সম্মেলনের সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। পরে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। সেসময় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//